Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবা প্রদান প্রতিশ্রতি

 

ক্রমিক নং

সেবার নাম

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 

 

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

 

১।

দরজা/জানালার কাঁচ পরিবর্তনসহ সঠিকভাবে খোলা ও বন্ধের ব্যবস্থাকরন

 প্রত্যাশি সংস্থার অভিযোগের আবেদনপত্র/চিঠি

সেবার মূল্য এবং পরিশোধের ক্ষেত্রে কোন প্রকার ফি গ্রহণ করা হয় না, তবে বরাদ্দকৃত অর্থ সংস্থানের মধ্যে প্রাপ্ত অভিযোগের অগ্রাধিকার ক্রমানুসারে বাজেট সম্বয়ের মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করা হয়ে থাকে।

১-২ দিন

গণপূর্ত উপ-বিভাগ-১,

মৌলভীবাজার।

 

১। এ.কে.এম তানভীর আহমেদ

উপ-বিভাগীয়প্রকৌশলী (সিভিল)

ফোন নং: ০১৬১৭২৮১৭৬১

ই-মেইল:sde1_mlvbz@ pwd.gov.bd

 

২। শান্তনু চৌধুরী

উপ-সহকারী প্রকৌশলী

মোবাইল নং-০১৭১২২১১৫৯৮

ই-মেইল:

৩। হাসান ইমাম

উপ-সহকারী প্রকৌশলী

মোবাইল: 01824-491144

 

 

২।

দরজা/জানালার বড় ধরনের মেরামত অথবা পরিবর্তন

-ঐ-

-ঐ-

৭ দিন

 

৩।

পানিরকল পুশ সাওয়ার কমেড/প্যান এর ফ্লাশ পদ্ধতি সচল করা সহ টয়লেট পানি রোধক করন

-ঐ-

-ঐ-

১-২ দিন

 

৪।

ছাদের যথাযথ পানি নিষ্কাশন ও পানির ট্যাংক এর ছিদ্র বন্ধসহ পানির অপচয় রোধকরণ

-ঐ-

-ঐ-

৩ দিন

 

৫।

স্যানিটারী ও প্লাম্বিং ব্যবস্থা চালু রাখা যথা: প্যান, কমোড, বেসিন, পানির পাইপ, নিষ্কাশন পাইপ পানির মোটর মেরামত/পরিবর্তন ইত্যাদি। 

-ঐ-

-ঐ-

১-3 দিন

 

গণপূর্ত উপ-বিভাগ-২,

মৌলভীবাজার।

 

১। অমিয় সাহা শূভ

উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)

মোবাইল নং: 01712423923

২। মোহাম্মাদ কামাল হোসেন

উপ-সহকারী প্রকৌশলী

ফোন নং: ০১৬১১৪৫৮৫৬৩

৩। ফজলার রহমান

উপ-সহকারী প্রকৌশলী

মোবাইল নং: 01770527967

 

 

 

৬।

বৈদ্যুতিক সুইচ সার্কিট ব্রেকার চালু রাখা।

-ঐ-

-ঐ-

১-৩ দিন

 

৭।

বৈদ্যুতিক ফ্যান মেরামত /পরিবর্তন

-ঐ-

-ঐ-

 

 

8|

স্বাভাবিক পূর্ত / বৈদ্যুতিক কাজ রংসহ সার্বিক মেরামত ।

-ঐ-

-ঐ-

৩ বছর অন্তর সম্পাদন করা হয়।

 

 

 

 

 

 

 

 

গণপূর্ত ই/এম উপ-বিভাগ

মৌলভীবাজার।

১। রেজওয়ানা জেরিন সামিরা

উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম)

ফোন নং: ০১৭৬৮৪৫৭৭৩৯

২। আব্দুল হেকিম

উপ-সহকারী প্রকৌশলী

ফোন নং:০১৭১৯২৩৯৪৬৫

৩। সজিবুর রহমান

উপ-সহকারী প্রকৌশলী

মোবাইল নং: 01775907509

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ নাগরিকগণকে সরাসরি প্রদত্ত সেবা। বেসরকারী প্রতিষ্ঠানকে প্রদত্ত সেবা যদি নাগরিকগণকে প্রদত্ত সেবায় অনুরুপ হয় তবে সেটিও নাগরিক সেবা হিসাবে অন্তর্ভূক্ত হবে। উদাহরন : সম্পত্তির রেজিষ্ট্রেশন, ট্রেড লাইসেন্স।